স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর থেকে অর্ডার সংকটের কারণে কারখানাটির উৎপাদন বন্ধ রয়েছে। প্রায় এক মাস পেরিয়ে গেলেও কারখানার মালিকপক্ষ কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে শ্রমিকদের অবহিত করেনি। ফলে শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা ও ক্ষোভ। শ্রমিকদের অভিযোগ, সেপ্টেম্বর মাসের বেতন এখনো পরিশোধ করা হয়নি। অনেকেই ভাড়া, সন্তানদের পড়াশোনা ও সংসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। একদিকে চাকরি হারানোর আশঙ্কা, অন্যদিকে আর্থিক সংকট—সব মিলিয়ে তাদের জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। আজ রোববার সকালে কারখানার কয়েক শতাধিক শ্রমিক আইডিয়াল মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা মহাসড়কের পাশে অবস্থান নিয়ে সমাবেশ করেন। বিক্ষোভে নেতৃত্ব দেন শ্রমিক নেতা তোতা মিয়া। তিনি বলেন, “ফ্যাক্টরিতে কর্মরত ৪২ জন ম্যানেজমেন্ট স্টাফদের আগস্ট মাসের বেতন ১৮ সেপ্টেম্বর দেওয়ার কথা ছিল, কিন্তু...