ইসলামিক বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান আবারও আলোচনায়। এবার কারণ, তার স্ত্রী সাবিকুন নাহার সারাহর একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। সাবিকুন নাহার তার পোস্টে দাবি করেন, আবু ত্বহা তার পুরনো বান্ধবী, যিনি বর্তমানে একজন বিমানবালা, তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখছেন। পোস্টে তিনি লিখেছিলেন, আমার স্বামী একজন ধর্মীয় বক্তা, অথচ তার ব্যক্তিগত জীবন অন্ধকারে ঢাকা। তবে কিছুক্ষণ পরেই সেই পোস্টটি তার ফেসবুক পেজ থেকে মুছে ফেলা হয়। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন আবু ত্বহা আদনান। সেখানে তিনি লেখেন, আজ ভোরে আমার ব্যক্তিগত মোবাইল ফোনটি বাসা থেকে চুরি হয়ে গেছে। কেউ যদি আমার নাম বা নম্বর ব্যবহার করে বিভ্রান্তিকর বার্তা...