ঢাকা: কারিগরি শিক্ষার উন্নয়নে ৮ দফা দাবি জানিয়েছে ট্রেড ইন্সট্রাক্টর ফোরাম ও বাংলাদেশ মাধ্যমিক কারিগরি শিক্ষক পরিষদ। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে দাবিগুলো জানানো হয়। এতে সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন– মো. কামরুল হাসান, মো. মুরছালিন, রাশেদ মোশারফ প্রমুখ।বক্তারা বলেন, কারিগরি শিক্ষাকে অবহেলিত রেখে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। সরকার শুধু মুখে কারিগরি শিক্ষার কথা বলে। কিন্তু বাস্তবে কারিগরি শিক্ষকদের দীর্ঘ বছর ধরে বৈষম্য অবস্থায় রেখেছে। কারিগরি শিক্ষার উন্নয়ন ঘটাতে হলে ৮ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে। দফাগুলো বাস্তবায়ন না হলে কারিগরি অধিদপ্তর ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।মানববন্ধনে যে ৮ দফা দাবি উপস্থাপন করা হয়–১. ট্রেড ইন্সট্রাক্টর পদধারীদের মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে আবেদনের সুযোগ দিতে হবে এবং মাউশির এমপিও নীতিমালায় ২০২১ এর ১১.২৪ অনুচ্ছেদ...