আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, ট্রেনটি এমন জায়গায় দুর্ঘটনায় পড়ে যেখানে রিলিফ ট্রেন নিয়ে যাওয়ার মতো লাইন ছিলো না। যে কারণে বিকল্প পদ্ধতিতে উদ্ধার করতে গিয়ে বেশ সময় লেগে যায়। সম্পাদক কর্তৃক দি সংবাদ লিমিটেড -এর পক্ষে ৮৭, বিজয়নগর, ঢাকা থেকে মুদ্রিত এবং প্রকাশিত। কার্যালয় : ৩৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০। ঢাকা-আখাউড়া-ঢাকা পথে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেন গত বৃহস্পতিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির দু’টি বগির চাকা লাইন থেকে সরে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধার করতে প্রায় পাঁচ ঘণ্টা সময় লেগে যায়। যে কারণে আখাউড়া-ঢাকা (৩৩ নং আপ) ও ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া (৩৪ নং ডাউন) পথে দু’টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। এতে যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়ে। খোঁজ...