খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের উদ্যোগে অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। রোববার সকালে মাটিরাঙ্গা জোনের আওতাধীন কাঁঠালবাগান আর্মি ক্যাম্পে এ কর্মসূচির উদ্বোধন করেন জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি। বিনামূল্যের চিকিৎসা সেবা কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাদের ওষুধ ও চিকিৎসা সেবা প্রদান করেন মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো. মুঈদ-উল করিম চৌধুরী। জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম স্থানীয়দের...