মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি প্রায় ৪৮ বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে জনসেবাকে জীবনের মূলমন্ত্র হিসেবে নিয়েছেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে পৌঁছানো এই নেতার জীবনকাহিনি যেমন সংগ্রাম ও সাফল্যের গল্পে ভরা, তেমনি অনুপ্রেরণারো দৃষ্টান্ত। জন্ম ও শিা জীবন:১৯৬০ সালের ২০ ফেব্রুয়ারি যশোর জেলার শার্শা উপজেলার বাগআঁচডড়া সনাতনকাঠি গ্রামে জন্মগ্রহণ করেন মফিকুল হাসান তৃপ্তি। পিতা তোফাজ্জল হোসেন ছিলেন কৃষক, মাতা রিজিয়া খাতুন ছিলেন গৃহিণী। পারিবারিকভাবে রাজনৈতিক আবহে বেড়ে ওঠা তৃপ্তি মহোদয়ের চাচা আলী তারেকও ছিলেন একজন রাজনীতিবিদ।তিনি বাগআঁচড়া ইউনাইটেড স্কুল থেকে এসএসসি, যশোর সরকারি এম.এম. কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। ছাত্র...