আগামীকাল সোমবার (০৬ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। এর আগে নির্বাচন পেছানোর দাবিতে সরব ঢাকার কয়েকটি ক্লাব সংগঠন। তাদের অভিযোগ—নির্বাচনে ক্রীড়া মন্ত্রণালয়ের হস্তক্ষেপ রয়েছে, বিশেষ করে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের প্রভাব।রোববার মিরপুরে নির্বাচন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসব অভিযোগকে নাকচ করে দিয়েছেন। বুলবুল বলেন, ‘ক্রীড়া উপদেষ্টা আমাকে সব সময় সহযোগিতা করেছেন। তিনি মন্ত্রী পদমর্যাদার মানুষ, রাত-বিরাতে বিভিন্ন জায়গায় গিয়ে নিশ্চিত করেছেন যাতে একটা সুষ্ঠু নির্বাচন হয়। আমার কাছে কোনো ইনফ্লুয়েন্স মনে হয়নি।’বিসিবি নির্বাচন পেছানোসহ ৩ দাবিতে প্রধান উপদেষ্টার কাছে চিঠিশনিবার সংবাদ সম্মেলনের পর রোববার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি দিয়েছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজারস। বিসিবি কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বাবুর স্বাক্ষরিত সেই লিপিতে তারা অভিযোগ করেছে, নির্বাচনে ক্রীড়া উপদেষ্টার...