বগুড়ায় পাইকারি বাজারে কাঁচামরিচ ট্রিপল সেঞ্চুরি হাকিয়ে নতুন লঙ্কাকাণ্ড সৃষ্টি করেছে। উৎপাদন এলাকায় দাম এত বেশি হওয়ায় নিম্ন আয়ের মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।রোববার (০৫ অক্টোবর) দেশের অন্যতম সবজির মোকাম মহাস্থানগড় হাটে কাঁচামরিচ মানভেদে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে ৩২০ টাকা থেকে শুরু করে ৩৬০ টাকায় বিক্রি হচ্ছে।কাঁচা মরিচ কিনতে গিয়ে মানুষের নাভিশ্বাস ওঠেছে।শীতের আগাম সবজি হিসেবে বাজারে এসেছে শিম ও সাজনা। মোকামে শিম বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে, সাজনা বিক্রি হচ্ছে দেড়শ টাকা কেজিতে। এছাড়াও অন্যান্য সবজির বাজারদর হয়েছে গাজর ১০০ টাকা, টমেটো ১১০ টাকা, করলা ৮০ টাকা, মিষ্টি লাউ ৪০ টাকা, পটল ৩৫ টাকা এবং আলু ১৮ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় পাইকারিতে পেঁয়াজের ঝাঁজ বেড়ে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।কুমিল্লায়...