বই শুকনো ও বাতাস চলাচল হয় এমন জায়গায় রাখুন। আর্দ্রতা হলে ছত্রাক ধরতে পারে। সরাসরি রোদে বই রাখবেন না। তাতে পাতা হলদেটে হয়ে যাবে ও ভেঙে যেতে পারে। নিয়মিত বই ঝাড়ুন, ধুলো জমতে দেবেন না। বছরে অন্তত একবার বুকশেলফ খালি করে সব বই পরিষ্কার করুন। পাতায় দাগ পড়লে নরম শুকনো কাপড় বা ব্রাশ দিয়ে মুছুন, ভিজা কাপড় ব্যবহার করবেন না। বইয়ের মধ্যে নিমপাতা, লবঙ্গ বা শুকনো নিমকাঠি রাখলে পোকা আসবে না। স্যাঁতসেঁতে পরিবেশ এড়িয়ে চলুন, কারণ সিলভারফিশ ও টার্মাইট ভিজে বই নষ্ট করে। আলমারি/শেলফে মাঝে মাঝে সূর্যের আলো ও বাতাস ঢুকতে দিন। প্রতিটি উপাদান আলাদা ছোট কাপড়ে (সুতির বা মসলার ব্যাগে) ভরে নিন। শেলফে, আলমারির কোনে বা বইয়ের ফাঁকে ফাঁকে রাখুন। ২–৩ মাস পরপর এগুলো বদলান। লবঙ্গের গন্ধ অনেক পোকা...