জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, যদি রাজনৈতিক দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে একমত না হয়, তাহলে কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব প্রস্তুত করবে।রোববার (০৫ অক্টোবর) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত বৈঠকে স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি জানান, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ছয়টি বাস্তবায়ন প্রক্রিয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কমিশনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল, এসব প্রক্রিয়া নিয়ে আলোচনার মাধ্যমে একটি সমন্বিত প্রস্তাবে উপনীত হতে। যদি উপস্থিত ৩০টি দল একটি যৌথ প্রস্তাব দিতে পারে, তাহলে তা আন্তরিকভাবে অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে।আলী রীয়াজ বলেন, ১৭ সেপ্টেম্বরের আলোচনায় উঠে আসা বিষয়গুলো বিশেষজ্ঞদের অবহিত করা হয়েছে এবং তাদের পরামর্শও নেওয়া হয়েছে। তিনি জানান, একমত হওয়া গেলে বাস্তবায়ন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে। এ...