আগস্টে আমদানির এলসি নিষ্পত্তি কমেছে প্রায় ১১ শতাংশ। এছাড়া টানা ৩ বছর ধরে কমছে মূলধনী যন্ত্রপাতি আমদানিও। ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বিনিয়োগ আসছে না। তাই সহসাই বাড়ছে না মূলধনী যন্ত্রপাতি আমদানি। তবে নির্বাচনের পর পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। গত আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশে অনেক কারখানা বন্ধ হয়ে যায়। এ অবস্থায় খেলাপি ঋণ বেড়ে বিপাকে পড়েছে ব্যাংকগুলো। যার প্রভাব পড়েছে আমদানি-রপ্তানিতেও। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, সদ্য শেষ হওয়া ২০২৪-২৫ অর্থবছরে দেশে আমদানির জন্য এলসি খোলা বেড়েছে এক শতাংশেরও কম। আর চলতি বছরের আগস্টে এলসি নিষ্পত্তি হয়েছে ৪ দশমিক ৮৮ বিলিয়ন ডলার, যা গত বছরের চেয়ে প্রায় ৬০০ মিলিয়ন ডলার বা প্রায় ১১ শতাংশ কম। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘এখন একটা ট্রানজিশনাল পিরিয়ড...