নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপারের (সদর সার্কেল) ওপর হামলার ঘটনায় ফজলুল রশিদ আদরসহ সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন–পূর্ব ব্রাহ্মণদী এলাকার ফজলুল রশিদ আদর (৪০), শিবপুর দত্তের গাও ভিটি পাড়ার শফিকুল ইসলাম সুমন (৪৪), হাজীপুরের কুদরত হাসান রবিন (২৩), তার ভাই মো. রকিব খান (৩০), ব্রাহ্মন্দী এলাকার মো. সোহাগ মিয়া (৩৫), বৌয়াকুর এলাকার মো. তানভীর মিয়া (২২) ও বালিয়া এলাকার শান্ত মিয়া (২৩)। এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। শহর পুলিশ ফাঁড়ির এটিএসআই সোহেল পারভেজ এ মামলার বাদী। পুলিশের ভাষ্যমতে, ফজলুল রশিদ আদর সিএনজিচালিত অটোরিকশাসহ নদী পথে চলাচলরত বালুর প্রতিটি বলগেট থেকে চাঁদা তুলে থাকেন। স্থানীয়দের...