সবচেয়ে সম্ভাব্য দৃশ্যই দেখা গেল ভারত-পাকিস্তানের মধ্যকার উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে। টসের সময় অনুমতিভাবে করমর্দন করেননি ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর ও পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। কলম্বোয় রোববার প্রাথমিক পর্বের ম্যাচে লড়ছে এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী দল। মাঠের লড়াই শুরুর আগে ম্যাচটি ঘিরে ক্রিকেটীয় রোমাঞ্চের চেয়ে বেশি আগ্রহ ছিল দুই দলের ক্রিকেটাররা হাত মেলান কিনা, সেটা নিয়ে। টসের সময় যেহেতু করমর্দন করেননি দুই অধিনায়ক, ম্যাচ শেষেও দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানোর সম্ভাবনাই বেশি। ছেলেদের এশিয়া কাপ থেকে শুরু এই বিতর্কিত কাণ্ডের। দুই দেশের রাজনৈতিক বৈরি সম্পর্কের কারণে এশিয়া কাপে তিনবারের দেখায় একবারও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি ভারতীয়রা। যা নিয়ে জল গড়িয়েছে বহুদূর। বিতর্ক চলছে এখনও। এশিয়ার শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফাইনালসহ তিন ম্যাচেই পাকিস্তানকে হারায় ভারত। কিন্তু ফাইনাল শেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিল...