বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন নির্ধারিত সূচি অনুযায়ী সোমবারই হচ্ছে। ২০ জন পরিচালক প্রার্থীর সরে দাঁড়ানো আর হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের কারণে নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। তৈরি হয়েছিল অনিশ্চয়তা। রোববার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব সেই অনিশ্চয়তার অবসান ঘটালেন। আদালতের নির্দেশ অনুযায়ী ১৫ ক্লাবের ভোটাধিকার বহাল থাকছে এবং সব মামলা হাইকোর্ট বিভাগের চূড়ান্ত নিষ্পত্তির জন্য পাঠানো হয়েছে। শুনানিতে রিট আবেদনকারীদের আইনজীবীরা নির্বাচনের ওপর স্থগিতাদেশ চাইলে আদালত স্পষ্ট জানায়, “নির্বাচনে স্থগিতাদেশ দিচ্ছি না। নির্বাচন হওয়া উচিত। নির্বাচন হোক।” রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ ও অনীক আর হক। সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ। রিট আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মো. রুহুল কুদ্দুস, কায়সার কামাল ও শফিকুল ইসলাম অংশ নেন। এ সময় রাষ্ট্রের অ্যাটর্নি...