রোববার সকাল সাড়ে ৯টার দিকে মাগুরা সদর উপজেলার জাগলা ভাবনাটি এলাকার মঘীর ঢাল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর দু-একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, এই মহাসড়কে সড়ক ব্যবস্থাপনার অভাব ও পর্যাপ্ত নজরদারির অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার বাসটি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস। বাসটি মঘীর ঢাল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রুহুল আমিন বলেন, “আমরা সকাল ১০টার দিকে উদ্ধার কাজ শুরু করি। যেহেতু এটি তেলবাহী ট্রাক ছিল, তাই ফায়ার সেফটির বিষয়টি মাথায় রেখে দ্রুত ব্যবস্থা নিয়েছি। বাসের চালকসহ কয়েকজন যাত্রীকে...