লক্ষ্মীপুরের রামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার করপাড়া ইউনিয়নের গৌরিপুর গ্রামের আমতলী বিল এলাকায় ঘটনাটি ঘটে। রবিবার (৫ অক্টোবর) ইমরান গাজী নামে এক ব্যক্তি এ ঘটনায় বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেছেন। এতে পিচ্চি নিশান নামে এক যুবককে প্রধান আসামি করে ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে।আরো পড়ুন:সীতাকুণ্ডে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১৩ফেসবুকে ছবি পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪০ সীতাকুণ্ডে দু’ সন্ত্রাসী গ্রুপের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধ ১৩ ফেসবুকে ছবি পোস্ট নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৪০ রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী জানান, বালু উত্তোলন নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও গুলির ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযান চালানো হচ্ছে। এলাকায়...