রোববার সকাল ৯টার দিকে উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রুতিধর ও চর নোহালী গ্রামে এই টর্নেডোর ঘটনা ঘটে। আহতরা হলেন— শ্রুতিধর গ্রামের বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬)। তারা বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয়রা জানান, গত দুই দিন ধরে টানা বৃষ্টির মধ্যে হঠাৎ টর্নেডো আঘাত হানে। এতে দুই গ্রামের টিনসেট, আধাপাকা ও কাঁচা ঘরবাড়ি মুহূর্তে বিধ্বস্ত হয়। উপড়ে পড়ে অসংখ্য বড় গাছ। গাছের ডাল ও টিনের আঘাতে তিনজন আহত হন। প্রত্যক্ষদর্শী শাহিনুর রহমান বলেন, “বৃষ্টি চলাকালীন সময়ে হঠাৎ ঝড়ে টিনশেড ঘর, আধাপাকা বাড়ি ও গোডাউন মুহূর্তেই ভেঙে পড়ে। ঝড়টি অল্প সময় স্থায়ী ছিল, তবে বেশি সময় থাকলে ক্ষয়ক্ষতি আরও ভয়াবহ হতো।” ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন বলেন, “মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত...