ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলাম বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে নোয়াখালী অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে।শনিবার (৪ অক্টোবর) রাতে নোয়াখালী-৫ আসনের কোম্পানীগঞ্জ-কবিরহাট এলাকার কমিউনিটির এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।ফখরুল ইসলাম বলেন, নোয়াখালী এলাকা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। এখানকার জনগণ বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অন্ধভক্ত। তারা বিগত ১৬ বছর ভোটাধিকার বঞ্চিত হয়ে এখন ধানের শীষে ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে।তিনি বলেন, নোয়াখালীর শত শত ব্যবসায়ী-শিল্পপতি দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখছেন। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এ এলাকায় ব্যাপক শিল্প-কলকারখানা গড়ে উঠবে। এতে অসংখ্য কর্মসংস্থানের সৃষ্টি হবে।ফখরুল বলেন, এখন এলাকায় কুখ্যাত সন্ত্রাসী কাদের মির্জাও নেই, তার হেলমেট বাহিনীও নেই। তার মতো কোনো সন্ত্রাসীরও আর উত্থান হবে না। তাই তারেক রহমানের...