০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫২ পিএম নারায়ণগঞ্জ বাবুরাইলের মোবারকশাহ সড়কের একটি পরিত্যক্ত জায়গা থেকে একটি আগ্নেয়াস্ত্র, এক রাউন্ড গুলি ও ২টি বোমা উদ্ধার করেছে র্যাব-১১। শনিবার (৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এক অভিযানে এগুলো উদ্ধার করে র্যাব। এঘটনায় রাতেই ঢাকা থেকে র্যাবের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আল মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযানটি পরিচালনা করি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডের বাবুরাইল এলাকার মোবারকশাহ সড়কের পাশের খালি যায়গায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি কার্তুজ ও ২টি বোমা উদ্ধার করি। পরে আমরা বিষয়টি আমাদের র্যাব হেডকোয়ার্টারের বোম্ব ডিস্পোজাল ইউনিটকে জানাই। তারা ঢাকা থেকে রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়। ভোর...