০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৬:০০ পিএম স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি নারায়ণণগঞ্জ (০৩) সংসদীয় আসনে বিএনপি ওথকে মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল বলেন, আমরা যারা বিএনপির রাজনীতি করি তাদেরকে অবশ্যই জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। জনগণকে ভালবাসতে হবে। জনগণের ভালবাসা না পেলে রাজনীতি অর্থহীন। এমন কোন কাজ করবো না যাতে শেখ হাসিনার মতো দেশ ছেড়ে পালাতে হয়। শনিবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইকারটেক হাট ও আশপাশের এলাকায় রাষ্ট্র্র কাঠামো গঠনের ৩১ দফার নিয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ এবং গণসংযোগ কালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জনগনকে সঙ্গে রেখেই আমরা দেশের উন্নয়নে কাজ করবো। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্র, সাম্য, ন্যায় বিচার ও...