প্রায় ১৪ বছরের যুদ্ধের পর দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদের পতনের মাধ্যমে সিরিয়ায় নতুন যুগের সূচনার প্রেক্ষাপটে প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে পরোক্ষভাবে ভোট দিচ্ছেন দেশটির নির্বাচকরা। আজ রোববার (৫ অক্টোবর) সিরিয়ার ইলেক্টোরাল কলেজের সদস্যরা দেশটির আইনপ্রণেতা নির্বাচনে ভোট দিচ্ছেন। তবে এই নির্বাচন অগণতান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে এমন অভিযোগের মধ্যেই ২১০ আসনের পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্য নির্বাচনে ভোট দিচ্ছেন নির্বাচকরা। আর বাকি এক-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত হবেন অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরাসরি নিয়োগের মাধ্যমে। খবর আলজাজিরার। সিরিয়ার নির্বাচনে সত্যিকার অর্থে জনগণের সরাসরি অংশগ্রহণ করা হচ্ছে না। পার্লামেন্টের তিনভাগের এক ভাগ সদস্যকে, অর্থাৎ ৭০ জনকে সরাসরি আহমেদ আল-শারা নিয়োগ দেবেন। বাকি দু’ভাগ অর্থাৎ ১৪০ জন সদস্যকে নির্বাচিত করা হবে ইলেক্টোরাল কলেজের মাধ্যমে। সমালোচকরা তাই বলছেন, এই ব্যবস্থার ফলে সিরিয়ায় নতুন শাসকের হাতেই ক্ষমতা কেন্দ্রীভূত হতে যাচ্ছে,...