মানিকগঞ্জ স্বর্ণকারপট্টিতে অভি অলঙ্কার নামে একটি স্বর্ণের দোকাকের মালিককে ছুরিকাঘাত করে স্বর্ণ লুটের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার মধ্যরাতে দুর্বৃত্তরা দোকান থেকে ২০/২২ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় তাদের হামলায় দোকানের মালিক শুভ দাস ছুরিকাঘাতে আহত হন। আহত শুভ শিবালয় উপজেলার মহাদেবপুর গ্রামের কার্তিক দাসের ছেলে। আহত অবস্থায় তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, রাত সাড়ে ১২টার দিকে শুভ দোকানে কাজ করছিলেন। এ সময় দুজন দুর্বৃত্ত দোকানে ঢুকে তাকে ছুরিকাঘাত করে ২০/২২ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে ভর্তি করে। এদিকে বেলা ১১টার দিকে ঘটনার সঙ্গে জড়িতের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সব দোকান বন্ধ...