ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশন (ইএইচএ) এবং হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের (এইচএসবি) যৌথ উদ্যোগে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো হেমাটোলজি টিউটোরিয়াল শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। গত ৩ ও ৪ অক্টোবর রাজধানীর স্থানীয় একটি হোটেলে দুই দিনব্যাপী এই বৈজ্ঞানিক সম্মেলনে অনুষ্ঠিত হয়। এ বৈজ্ঞানিক সম্মেলনে ব্রিটেন, পোলান্ড, পর্তুগাল, সুইডেন, অষ্ট্রিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশের ১৫ জন আন্তর্জাতিক ও ২১৩ জন স্থানীয় হেমাটোলজিস্ট ও প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। শুক্রবার (৩ অক্টোবর) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. আমিন লুৎফুল কবির এবং ইউরোপিয়ান হেমাটোলজি অ্যাসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ। প্রথম দিনে মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সকালে ‘ম্যানেজমেন্ট অফ ট্রিটমেন্ট রেজিস্টানট অর রিল্যাপসড একুইট মেলয়েড লিউকোমিয়া’ শিরোণামে প্রথম অধিবেশনে চেয়ার করেন প্রফেসর ডাক্তার এবিএম ইউনুস। কো-চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার অখিল রঞ্জন...