জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি নিজের ব্যক্তিগত অনুভূতি শেয়ার করেছেন। রোববার (৫ অক্টোবর) তিনি ‘সমাজ আর একজন অস্বস্তিকর নারী’ শিরোনামে একটি ফেসবুক পোস্টে নিজের ব্যর্থতার গল্প বর্ণনা করেছেন এবং সেই ব্যর্থতাকেই তিনি নিজের সাফল্যের সংজ্ঞা হিসেবে নিয়েছেন। বাঁধন লিখেছেন, আমি এমন এক মেয়ে হতে চেয়েছিলাম, যে সবাইকে খুশি রাখে—যে অনুগত, বাধ্য, শান্তভাবে মানিয়ে নেয়। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আমি সেই মানুষটা হতে পারিনি, যাকে সবাই দেখতে চেয়েছিল। চেষ্টা করেছিলাম পরিবারের প্রত্যাশিত মেয়ে হতে, সমাজের বানানো ‘নারী’ হতে। কিন্তু ব্যর্থ হয়েছি। আর সেই ব্যর্থতার জন্য আজ নিজেকেই ধন্যবাদ জানাই।।” নিজের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাঁধন আরও লেখেন, “আমি অন্য কারও স্ক্রিপ্টে বাঁচার জন্য জন্মাইনি। আমার কথা অনেকের কাছে অস্বস্তিকর, আমার কাজ অনেকের সান্ত্বনার সীমা ভেঙে দেয়।...