হবিগঞ্জে ৯টি উপজেলায় সবগুলো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের পদ শূন্য। বছরের পর বছর এসব পদ শূন্য থাকলেও নিয়োগ বা পদায়ন করা হচ্ছেনা কাউকেই। জেলার ছয়টি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নেই। ভারপ্রাপ্ত দিয়েই চলছে এসব পদের কার্যক্রম। খালি রয়েছে ৬৫ জন সহকারী শিক্ষকের পদ। ফলে জেলায় মাধ্যমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। রোববার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি। সেখানে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন, বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাসিমা আক্তার খানম, সহকারী শিক্ষক নুরুল হুদা, চুনারুঘাট রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল মঈন প্রমুখ। সংবাদ সম্মেলনে...