ফিচারটির ফলে কল শুরু, ম্যানেজ বা শেডিউল করা সবকিছুই হবে সহজ ও দ্রুত। আগে অ্যান্ড্রয়েড বেটাতে ফিচারটির ঘোষণা দেওয়া হয়েছিল, এবার আইওএস-এও চালু হলো। এতে উভয় প্ল্যাটফর্মেই ব্যবহারকারীরা সমান সুবিধা পাবেন বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট নিওউইন। নতুন ইন্টারফেইসে কল সংক্রান্ত সব সুবিধা এক জায়গায় পাওয়া যাবে। ব্যবহারকারীরা চাইলে একক কল বা সর্বোচ্চ ৩১ জনকে নিয়ে গ্রুপ কল করতে পারবেন মাত্র কয়েকটি ট্যাপেই। থাকছে ‘কল শেডিউলিং’ অপশন যা দিয়ে আগেভাগেই কল প্ল্যান করে সরাসরি চ্যাটে শেয়ার করা যাবে। আপডেটের সঙ্গে যোগ হয়েছে বিশেষ ডায়লার শর্টকাট। এর মাধ্যমে ফোনবুকে সেইভ না থাকা যে কোনো নাম্বরেও সরাসরি কল করা যাবে যদি সেটি হোয়াটসঅ্যাপে রেজিস্টার্ড থাকে। পাশাপাশি, এটি জানিয়ে দেবে নাম্বরটি সত্যিই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত কি না। এটি বিশেষ করে বিজনেস প্রোফাইল...