এ সময় গাজীপুর জেলার জয়দেবপুরের রুহুল আমিন এর পুত্র রায়হান হাওলাদার (৩৫), চাপাই-নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক (৩২) ও নেত্রকোনা জেলার পূর্বধলার হাছেন আলীর ছেলে মো. আবু তাহের (৪৫)-কে গ্রেপ্তার করেন।শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভাবে আমদানি করা ভারতীয় শাড়ির চালান নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে আসছিল। জব্দ করা শাড়ির মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।নিউজজি/নাসি শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান,...