ঢাকা: গাজামুখী বৈশ্বিক প্রচেষ্টা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র জাহাজ রোববার (৫ অক্টোবর) উপকূলে পৌঁছানোর কথা থাকলেও তা আরও দেরি হবে বলে আগেই জানিয়েছিলেন অভিযাত্রী ও আলোকচিত্রী ড. শহিদুল আলম। ফলে অনেকেই জানতে চাচ্ছেন—তাদের বহনকারী বহরের সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স এখন সমুদ্রের কোথায় আছে? গাজায় পৌঁছাতে তাদের আর কত সময় লাগবে?রবিবার বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেন ড. শহিদুল আলম, যিনি এই অভিযানে অংশ নেওয়া একমাত্র বাংলাদেশি।ঢাকা: প্রথম প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের বর্তমান অবস্থান জানার সবচেয়ে ভালো উপায় হলো ট্র্যাকার ব্যবহার করে যাত্রাপথ পর্যবেক্ষণ করা। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ফরেনসিক আর্কিটেকচার—যারা আমাদের সঙ্গে আবু সাঈদ হত্যাকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী চলচ্চিত্র তৈরিতে কাজ করেছে—তারা “কনসায়েন্স” এবং “থাউজেন্ড ম্যাডলিনস” নামের দুটি জাহাজের গতিপথ ট্র্যাক করছে।’দ্বিতীয়...