গত শুক্রবার ও বৃহস্পতিবার রাতে বেগমগঞ্জ উপজেলার একলাসপুর ও দুর্গাপুর এলাকায় পৃথক এ দুটি হত্যাকান্ডর ঘটনা ঘটে। পরপর দুটি হত্যাকান্ডের ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরপর দুটি হত্যাকান্ডের ঘটনায় জনমনে বর্তমানে আতংক বিরাজ করছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের একলাসপুরে নতুন ব্রিজ এলাকায় দুর্বৃত্তরা আরমান হোসেন বিজয় (১৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে। নিহত বিজয় একই উপজেলার হাজীপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের শাহীন চৌধুরীর ছেলে। গতকাল শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অন্যদিকে, মোবাইলফোন নিয়ে দ্বন্ধের জের ধরে গত বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের হামলায় রাজাপুর...