জানা গেছে, দুর্গাপূজা শুরুর দিন থেকেই তিনি প্রতিদিন সিটি কর্পোরেশনের মন্ডপগুলোসহ সদর উপজেলার প্রত্যেকটি মন্ডপ পরিদর্শন করেছেন রহমাতুল্লাহ। পূজা শুরুর পূর্বে গত ১৪ সেপ্টেম্বর সনাতন ধর্মাবলম্বীদের জেলা, মহানগর ও সদর উপজেলার পূজামন্ডপের প্রতিনিধিদের সাথে আনুষ্ঠানিকভাবে মতবিনিময় করে পূজা উদযাপনে সার্বিক সহায়তার ঘোষণা দেন তিনি। সে অনুযায়ী পূজার প্রথম দিন থেকেই মহানগর ও সদর উপজেলার প্রত্যেকটি মন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আর্থিক অনুদান পৌঁছে দেন। বরিশাল সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দেবনাথ জানান, আমরা শতভাগ আবু নাসের রহমাতুল্লাহ ভাইয়ের কার্যক্রমে সন্তষ্ট। কারণ, তিনি সদর উপজেলার সব পূজামন্ডপ পরিদর্শন করে আমাদের পাশে থেকেছেন। এছাড়া সবসময় সার্বিক বিষয়ে খোঁজ-খবরও নিয়েছেন তিনি, যা অন্যদের থেকে আলাদা ও ব্যতিক্রমী। আমরা কৃতজ্ঞ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের...