লম্বা সময় আড়ালেই ছিলেন বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আজ হুট করেই যখন এলেন তখন আলোচনা শুরু হয়ে যায়, তাহলে কি নির্বাচনে জিতে গেছেন সেই সিগন্যাল পেয়েই বিসিবিতে এলেন আমিনুল? প্রশ্ন তোলা অবান্তর নয়। কেননা ক্যাটাগরি-১ (বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা) থেকে বিসিবি পরিচালক পদে নির্বাচন করার কথা ছিল সাবেক বিসিবি পরিচালক এসএম আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ানের। যেখানে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দুই প্রার্থী- আমিনুল ইসলাম বুলবুল ও নাজমুল আবেদিন ফাহিম। কিন্তু আগামীকালের নির্বাচনের ২৪ ঘণ্টা আগে রেদোয়ান নিজে থেকে সরে যাওয়ার ঘোষণা দেন।আরো পড়ুন:বিসিবি নির্বাচনে বাধা নেইবিসিবি নির্বাচন: উত্তাপ থেমে চেনা ছকের খেলা তাতে ‘ফাঁকা মাঠে গোল’ দিয়ে দিচ্ছেন আমিনুল ও ফাহিম। তাদের পরিচালক ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। যেই নির্বাচন হওয়ার কথা উত্তাপের সেটাই হচ্ছে নিরুত্তাপ। ঢাকার বেশিরভাগ...