কুমিল্লার হোমনা উপজেলায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল ৩টার দিকে ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা জানান। নিহতরা হলেন- উপজেলার নালা দক্ষিণ গ্রামের দুই বোন জাকিয়া ও মমতাজ এবং খোদেদাউদপুর গ্রামের রাশেদ মিয়া। স্থানীয় বাসিন্দা আবুল কাশেম বলেন, উপজেলার তিতাস নদীর ভবানীপুর ঘাট থেকে ঝগড়ার চর যাওয়ার সময় যাত্রীরা অপেক্ষা করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। রাশেদকে গুরুতর অবস্থায় হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...