গত সেপ্টেম্বর মাসে রেকর্ড সংখ্যক মায়ের নরমাল ডেলিভারি সম্পন্ন করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা পর্যায়ের সরকারি স্বাস্থ্যসেবায় এটি সাম্প্রতিক সময়ের অন্যতম বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, মাসজুড়ে মোট ১২৭ জন প্রসূতি মায়ের নরমাল ডেলিভারি সফলভাবে সম্পন্ন করা হয়। এই সাফল্য কেবল সংখ্যায় নয়, এটি সরকারি স্বাস্থ্য ব্যবস্থার প্রতি জনগণের আস্থা, সেবার মানোন্নয়ন ও সচেতনতার এক উজ্জ্বল প্রতিফলন, বলছেন সংশ্লিষ্টরা। স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্যমতে, সেপ্টেম্বর মাস জুড়ে প্রতিদিনই একাধিক নরমাল ডেলিভারি সম্পন্ন হয়েছে। মিডওয়াইফ, সিনিয়র নার্স ও চিকিৎসকরা ২৪ ঘণ্টা নিরলসভাবে কাজ করে মায়েদের নিরাপদ প্রসব নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, ‘রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি আমাদের স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠা ও সক্ষমতার প্রমাণ। জনগণ এখন বুঝতে পারছেন- সরকারি হাসপাতালেও...