চট্টগ্রামের মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নের ছোট ফরিংগা এলাকায় রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) আওতায় ১২তম বিওপি ‘ছোট ফরিংগা উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার ৫ (অক্টোবর) সকালে সকালে বিজিবির চট্টগ্রাম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ বিওপিটি উদ্বোধন করেন। এ সময় আনুষ্ঠানিক পতাকা উত্তোলন ও নাম ফলক উন্মোচনের মাধ্যমে রামগড় ব্যাটালিয়নের নবনির্মিত এবং ১২তম 'ছোট ফরিংগা বিওপি'র উদ্বোধন করা হয়। বিওপির উদ্বোধনের পর রিজিয়ন কমান্ডার বিওপিতে বৃক্ষরোপণ, সৈনিকদের সঙ্গে মতবিনিময় এবং বিওপির...