যশোর শহরে বিদ্যুৎস্পৃষ্টে নির্মিয়মাণ দশতলা ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে খড়কি সরকারি এমএম কলেজের উত্তর গেটের সামনে এ ঘটনা ঘটেছে। নিহত সাজ্জাদ হোসেন (২৭) সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের আজাহার হোসেনের ছেলে। যশোর কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, সড়কের পাশের ওই ভবনের ওপর থেকে নির্মাণ কাজের ময়লা-আবর্জনা কপি কলে করে নামানো হচ্ছিল। বাতাসে কপিকল ওঠানো-নামানোর তার ভবনের সামনে দিয়ে যাওয়া উচ্চ শক্তির বৈদ্যুতিক তারে লাগে। এতে করে কপিকলের তার বিদ্যুতায়িত হয়। ওই তার ধরে দাঁড়িয়ে থাকা সাজ্জাদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদ থেকে নিচে পড়ে ঘটনাস্থলে নিহত হন। নিহত সাজ্জাদের সহকর্মী আশানুর...