ভাষা আলাদা হলেও ভালো গান উপভোগ করা যায় সারাবিশ্বেই, কিন্তু অনেক সময় শ্রোতা জানেনই না প্রিয় সেই গানটির কথায় আসলে কী বলা হচ্ছে। এবার সেই কৌতূহল মেটাতে নতুন উদ্যোগ নিয়েছে ইউটিউব মিউজিক। প্ল্যাটফর্মটি এখন এমন একটি লিরিক ট্রান্সলেশন টুল পরীক্ষা করছে যার মাধ্যমে ভিন্ন ভাষার গানের কথাগুলো অনুবাদ করে বুঝে নেওয়া যাবে। প্রযুক্তি সাইট অ্যান্ড্রয়েড অথরিটি লিখেছে, ইউটিউব মিউজিকের বর্তমান লিরিক্স ফিচারে এখন পর্যন্ত গানগুলোর কথা কেবল মূল ভাষাতেই দেখা যায় কিন্তু এবার কিছু ব্যবহারকারী লক্ষ্য করেছেন অ্যাপের লিরিক্স ভিউ-তে নতুন একটি ‘ট্রান্সলেট’ অপশন যোগ হয়েছে। এই অপশনটিতে চাপ দিলে গানের আসল লাইনের নিচে স্বয়ংক্রিয়ভাবে অনুদিত ভার্সন দেখা যাবে। এই অনুবাদ তৈরি হবে মেশিন ট্রান্সলেশনের মাধ্যমে। তবে এখন পর্যন্ত ব্যবহারকারীরা নিজেরা অনুবাদের ভাষা বেছে নেওয়ার সুযোগ পাচ্ছেন না। এটি ডিফল্টভাবে...