দেশের ক্রিকেটে নেতৃত্ব দিয়ে সবার মনে জায়গা করে নেওয়া মাশরাফি বিন মুর্তজার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ভুলে যাননি প্রিয় সতীর্থ মুশফিকুর রহিমও। প্রিয় সতীর্থকে জন্মদিনে ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আরেক তারকা খেলোয়াড় মুশফিক। বাংলাদেশ ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ভাঙা পা নিয়ে খেলেছেন দেশের হয়ে, জিতিয়েছেন দলকে। ক্রিকেটে তাঁর মাধুর্য মন ছুয়ে গেছে বাংলাদেশের লাখো ক্রিকেটপ্রেমিদের। দেশের হয়ে খেলে এসেছেন বছরের পর বছর। হয়েছেন নানা বিতর্কের মুখোমুখি। বিতর্ককে উপেক্ষা করে খেলেছেন লাল-সবুজের প্রতিনিধি হিসেবে। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি জাতীয় দলে অভিষেক করেন ২০০১ সালে। দেশের হয়ে খেলেছেন শতাধিক ওয়ানডে ম্যাচ এবং গড়ে তুলেছেন অন্যতম সেরা ফাস্ট বোলারের ক্যারিয়ার। তার অধিনায়কত্বে বাংলাদেশ ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলকে সিরিজে হারিয়েছে।...