বাগেরহাটে স্থানীয় সাংবাদিককে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার, ০৫ অক্টোবর ২০২৫ দুপুরে শহরের কানাইখালী পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ কর্মসূচির আয়োজন করে নাটোরের বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি বাগেরহাটে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, যা পুরো সাংবাদিক সমাজকে হতবাক ও ক্ষুব্ধ করেছে। দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা, হুমকি ও হত্যার ঘটনাগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি বলে মন্তব্য করেন তারা। বক্তারা আরও বলেন, সত্য প্রকাশের দায়ে যদি সাংবাদিকদের জীবননাশের শিকার হতে হয়, তবে গণতন্ত্র ও স্বাধীন সাংবাদিকতা চরমভাবে বিপন্ন হবে। আমরা এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে বক্তব্য দেন নাটোর ইউনাইটেড প্রেস ক্লাবের সভাপতি নাসিম উদ্দিন নাসিম, ইউনিক প্রেস ক্লাবের সভাপতি দেবাশীষ...