ফারুক আহমেদের বিদায়ের পর বিসিবি সভাপতির দায়িত্ব নেওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ‘একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস’ খেলতে এসেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের পরিকল্পনা বদলে ফেলেছেন তিনি। আগামীকাল অনুষ্ঠিত হতে যাওয়া বিসিবির পরিচালনা পরিষদের নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন তিনি। তবে ক্লাব সংগঠকদের অনেকেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুলবুলকে সমর্থন করছে এই অভিযোগ তুলে মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে এসব অস্বীকার করেছেন বুলবুল। রোববার (৫ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, এখানে আমার কাছে (সরকারের) প্রভাব কিছু মনে হয়নি। আমার মনে হয়েছে বাংলাদেশ ক্রিকেটের জন্য আমার (বিসিবিতে) চালিয়ে যাওয়া দরকার। আমাকে যারা ভোট দিচ্ছেন বা ভোট দেবেন না অথবা আপনারা (সাংবাদিক) যারা আছেন যদি মনে করেন আমি যথেষ্ট ভালো না, আমি চলে যেতে আগ্রহী...