০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৭ পিএম বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতিগত ঐকমত্যের উদাহরণ খুব কম। তবে সম্প্রতি পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন ও মাদকমুক্ত বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নকে ঘিরে এক বিরল ঐকমত্য তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন—এটি কেবল একটি সামাজিক কর্মসূচি নয়, বরং জাতির ভবিষ্যৎ উন্নয়ন ও টেকসই নিরাপত্তার প্রশ্ন। “পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি” এবং “মাদকমুক্ত বাংলাদেশ কর্মসূচি” বাস্তবায়নের প্রস্তাব দেন গ্রীন পলিসি মুভমেন্টের আহ্বায়ক মোঃ মহিউদ্দিন বন্ধু। তিনি বলেন— “সকল রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের জোরালো ভূমিকা এবং রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ফলে দেশে এক ঐতিহাসিক পরিবর্তনের ছোঁয়া আসবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, সবুজায়ন এবং মাদকমুক্ত বাংলাদেশ বাস্তবায়নে সকলের মতামতের আলোকে শিগগিরই পূর্ণাঙ্গ পরিকল্পনা উপস্থাপন করব। আমাদের বিশ্বাস, রাষ্ট্র সম্মিলিতভাবে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে।” ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন,“আমরা...