০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের কিছুদিন আগে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছিলেন ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে। তিনি বর্তমানে পাকিস্তানে সুইডেনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রশ্নে তিনি সোচ্চার ছিলেন বলে মন্তব্য করেছেন কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) তারিক চয়ন। শনিবার (৪ অক্টোবর) নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি সুইডিশ রাষ্ট্রদূতের সাথে নিজের বেশ কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত, বন্ধু আলেকজান্দ্রা'র সাথে আওয়ামী লীগ আমলে প্রায়ই দেখা হতো। আলাপ হতো গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন, বাক স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা এসবের অবস্থা নিয়ে। তিনি আমার কথা মনোযোগ দিয়ে শুনতেন, উৎসাহ দিতেন, সাহসের প্রশংসা করতেন। তার সাথে...