১৯৯৫ সালের দিকে দেশের একটি প্রতিষ্ঠিত বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন শিক্ষক মো. রফিকুল ইসলাম। ভালো বেতনে চাকরি করলেও তার ভাবনায় ছিল নিজ এলাকার পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা। একপর্যায়ে চাকরি ছেড়ে গ্রামে ফিরে আসেন। নিজ উদ্যোগে ১৯৯৬ সালে ৪৮ শতক জমি ওপর নির্মাণ করেন চরমোহনপুর উচ্চ বিদ্যালয় নামের এক শিক্ষাপ্রতিষ্ঠান। এ সময় তাকে পরিবারের পাশাপাশি সহযোগিতায় এগিয়ে আসেন এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও। পরের বছরের জানুয়ারিতে ষষ্ট থেকে অষ্টম শ্রেণিতে মাত্র ৯৫ জন ছাত্র নিয়ে শুরু হয় বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম। প্রথম ২৮ মাস বিনা বেতনে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন মো. রফিকুল ইসলাম। বর্তমানে স্কুলটি সোয়া চার বিঘা জমির ওপর প্রতিষ্ঠিত। স্কুলটির বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় ৭৭৫ জন, শিক্ষক-শিক্ষিকা ১৭ জন ও কর্মচারী আছেন সাতজন। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহানন্দা নদীর...