রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন পেশাজীবী সমাজ। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে ‘অবৈধভাবে’ ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও সচেতন পেশাজীবী সমাজ। মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান। রবিবার (৫ অক্টোবর) সকালে রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সংগঠনগুলো।আরো পড়ুন:ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ উদ্ধারলেনদেনে আরটিজিএস মাধ্যমের নতুন সময়সূচি মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে চট্টগ্রামের পটিয়া অঞ্চল থেকে গোপনে হাজার হাজার অযোগ্য লোক নিয়োগ দিয়ে ব্যাংকের সার্বিক পরিবেশ ধ্বংস করেছে। তারা দাবি করেন, নিয়োগপ্রাপ্তদের অনেকে গ্রাহকসেবায় অদক্ষ, দুর্ব্যবহার করেন এবং আঞ্চলিক...