সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার তালিকায় নাম দিতে সমাজসেবা কর্মকর্তারা ঘুস নেন বলে অভিযোগ উঠেছে। একেকজন কর্মকর্তা-কর্মচারী একেক উপজেলায় ৮-১০ বছর দায়িত্ব পালন করায় স্বেচ্ছাচারী হয়ে উঠছেন। এসব বিষয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে প্রতিকার ও প্রতিবাদ করে আবেদন করেছেন ভুক্তভোগীরা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম শ্রেণির কর্মকর্তা হয়েও স্বেচ্ছায় হাজিরা খাতায় স্বাক্ষর করছেন না কেউ কেউ। ভুক্তভোগীরা প্রতিবাদ করেছেন। তবে অধিকাংশ ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ যুগান্তরকে বলেন, সমাজসেবার মাঠপ্রশাসনে কর্মরত কোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেব। তিনি এর চেয়ে বেশি কিছু মন্তব্য করতে চাননি। সংশ্লিষ্টরা জানান, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তার বিরুদ্ধে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ২২ লাখ ৪৭ হাজার, পল্লী মাতৃকেন্দ্রের ৫ লাখ ১৩ হাজার,...