কক্সবাজার: টেকনাফে মানবপাচার চক্রের ছয় সদস্যকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিরা হলেন-টেকনাফ শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ার প্রবাসী আখের আলীর স্ত্রী শামসুন্নাহার, রোহিঙ্গা নাগরিক হোসনে আরা, নুরুন্নিসা, মোহাম্মদ ইসমাইল, হারুন ও ইউসুফ আলী।এ সময় কালু মিয়া ও হাশেম মোল্লাসহ চারজন পালিয়ে যান।বিষয়টি নিশ্চিত করেন বর্ডার গার্ড বাংলাদেশের (২ বিজিবি) টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি জানান, বিজিবির একটি দল শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়ায় অভিযান চালিয়ে মানবপাচার চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে হাতেনাতে আটক করেছে।তিনি আরও জানান, গত ৪ অক্টোবর সাগর পথে মায়ানমার থেকে পাচার করে বেশ কিছু বিদেশি নাগরিককে মিস্ত্রিপাড়ার একটি বাড়িতে লুকিয়ে রেখে তাদের বিভিন্ন ক্যাম্পে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল পাচারকারী চক্র। খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে মিস্ত্রিপাড়ার শামসুন্নাহার নামে এক নারীর বাড়ি ঘেরাও করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চক্রের...