বাংলাদেশ সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ ঘোষণা বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এ কর্মসূচির উদ্বোধন করেন।আরো পড়ুন:সচিবালয় দিয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু: উপদেষ্টাচার দিনের ছুটি শেষে সচিবালয়ে প্রাণচাঞ্চল্য সচিবালয় দিয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধের যাত্রা শুরু: উপদেষ্টা এই কর্মসূচির মাধ্যমে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্লাস্টিক বর্জনের প্রয়োজনীয়তা ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। ড. ফারহিনা আহমেদ বলেন, “পৃথিবীব্যাপী এখন পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো একবার ব্যবহার্য প্লাস্টিক। এসব প্লাস্টিক দ্রব্য পরিবেশে শত শত বছর পর্যন্ত থেকে যায় এবং জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব ফেলে। এ কারণে সরকার এর ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে। আমরা চাই সচিবালয় থেকেই এই নিষেধাজ্ঞার বাস্তব...