ঢাকা: রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভিলিউচিনস্কি আগ্নেয়গিরি আরোহনের সময় পাহাড় থেকে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছে আঞ্চলিক কর্তৃপক্ষ।কামচাটকা ক্রাইয়ের তদন্ত কমিটির বরাত দিয়ে জানানো হয়, দুর্ঘটনাটি ইয়েলিজোভো শহরের নিকটবর্তী অঞ্চলে ঘটে। পর্যটকরা অনুমতি না নিয়ে অবৈধভাবে আগ্নেয়গিরিতে আরোহন করছিলেন, এ সময় হঠাৎ করে তারা নিচে পড়ে যান।ঘটনার পরপরই বড় পরিসরের উদ্ধার অভিযান শুরু করা হয়। এতে অংশ নেন ৪৫ জন উদ্ধারকর্মী, মেডিকেল টিম এবং পর্বতারোহী বিশেষজ্ঞ। একটি হেলিকপ্টার ও ২৩ সদস্যের স্থল উদ্ধারদল প্রায় ১,৫০০ মিটার (৪,৯২০ ফুট) উচ্চতায় পৌঁছায় দুর্ঘটনায় পড়া আরোহীদের কাছে।উদ্ধারকারীরা জানান, ঘটনাস্থলেই এক পুরুষ আরোহীর মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় এক নারী আরোহীকে, তবে সর্বোচ্চ চিকিৎসা চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার সময় তৃতীয় আরোহী অক্ষত অবস্থায়...