ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি থেকে প্রায় ৯ লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার (৫ অক্টোবর) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই তথ্য জানান। জেরুজালেমে এক ভাষণে কাৎজ বলেন, গাজা দখলের সিদ্ধান্ত ও শহরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অভিযানের তীব্রতা বাড়ার ফলে প্রায় ৯ লাখ বাসিন্দাকে গাজার দক্ষিণে সরিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি হামাস ও তাদের সমর্থনকারী দেশগুলোর ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছে। আগস্টের শেষের দিকে ইসরায়েলের সামরিক আক্রমণ শুরু হওয়ার আগে, জাতিসংঘ অনুমান করেছিল গাজা সিটি ও এর আশেপাশে প্রায় দশ লাখ মানুষ বাস করত। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ফের ভয়াবহ হামলা চালিয়েছেন ইসরায়েলি সেনারা। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলের এই বোমা ও বিমান হামলায় অন্তত ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে...