০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম | আপডেট: ০৫ অক্টোবর ২০২৫, ০৪:৫০ পিএম বাকেরগঞ্জের কলস কাঠিতে অসুস্থ জবাইকৃত গরুর পচা মাংস বিক্রির দায়ে মাংস বিক্রেতা কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (৫ অক্টোবর) উপজেলার কলসকাঠির দিয়া তলি গ্রামের মোঃ মুনসুর ফকিরের অসুস্থ গরু জবাই করে খাওয়ার অযোগ্য পচা মাংস বিক্রীর অপরাধে রাত ২ টার দিকে গরুর মালিকের দুই ছেলে রাসেল ও জাহাঙ্গীর এবং কসাই হেমায়েত কে পুলিশ গ্রেফতার করে। পরে বাকেরগঞ্জ উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মেঃ আমিনুল ইসলাম জব্দকৃত মাংসের নমুনা ল্যাবে পরীক্ষা করে মানুষের খাওয়ার অযোগ্য প্রমান হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০১৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১০,০০০ ( দশ হাজার) টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত মাংস মাটিতে পুতে ধ্বংস করা হয়। কুয়াকাটায় অস্বাস্থ্যকর খাবার ও...