পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় টানা ভারি বৃষ্টিতে পাহাড় ধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টিপাত ও ধসের কারণে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে হিমালয় সংলগ্ন রাজ্য সিকিমের সঙ্গেও যোগাযোগ বন্ধ রয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। দার্জিলিংয়ে গতরাত থেকে ভারি বৃষ্টি অব্যাহত রয়েছে। মিরিক ও সুখিয়াপোখরির মতো পাহাড়ি এলাকায় একাধিক স্থানে ধস নেমে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ ও প্রশাসন উদ্ধারকাজ শুরু করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স-এ শোক প্রকাশ করে বলেছেন, দার্জিলিংয়ে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত। ক্ষতিগ্রস্তদের সহায়তায় কেন্দ্র সব ধরনের সহযোগিতা দেবে। পাহাড় ধসে দার্জিলিং-সিলিগুড়ি মহাসড়ক ও সিকিমের সঙ্গে সংযোগকারী প্রধান রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে যান চলাচল পুরোপুরি থেমে আছে। দুর্গাপূজার ছুটিতে কলকাতা ও রাজ্যের বিভিন্ন এলাকা...